সারা ভারতবর্ষে অসংখ্য মন্দির আছে । তাও কিছু কিছু মন্দিরের দর্শন করতে প্রতি বছর মানুষ সেখানে জড়ো হয় । প্রতিটা মন্দিরেরই কিছু না কিছু বিশিষ্ট আছে । আর তার জন্যই ওই মন্দির গুলি হয়ে ওঠে লাখ লাখ ভক্তদের সমাগম । আজ এমনই কিছু রহস্যময় মন্দিরের কথা আপনারদেরকে জানাব , যার রহস্য বিজ্ঞানিরাও ভেদ করতে পারেন নি ।
১. পুরি জগ্ননাথ দেবের মন্দিরঃ
এই মন্দিরের ধ্বজা সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে । মন্দিরের চুড়ায় একটা সুদর্শন চক্র দেখতে পাওয়া যায় , শহরের যেখান থেকেই দেখুন না কেনো সেটিকে আপনার দিকে মুখ করা দেখতে পাবেন । এই মন্দিরের উপর দিয়ে কখনো পাখি অথবা প্লেন যায় নি । মন্দিরের ছায়া মাটিতে পড়ে না । জগ্ননাথ দেবের এই মন্দিরে রোজ প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম হয় কিন্তু কখনই প্রসাদের কমতি হয় না । এই মন্দিরে প্রসাদ রান্না করার ধরনও কিছুটা আলাদা , একটা হাড়ির উপর আরেকটা হাড়ি বসিয়ে রান্না করা হয় । আর একদম নিচের হাড়িটিতে তাপ দেওয়া হয় , কিন্তু যখন রান্না শেষ হয় তখন শেষ হাড়ি আর সবথেকে উপড়ের হাড়ির রান্না একসাথেই শেষ হয় ।
২.বুলেট বাবার মন্দিরঃ
রাজস্থানে অবস্থিত এই বুলেট বাবার মন্দির । এখানে কোন ভগবানের মূর্তিকে পুজা করা হয় না । এখানে পুজা করা হয় একটা বুলেট বাইক কে । ১৯৮৮ সালে ওমসিং রাঠর নামে একজন এই বুলেট গাড়িতে চলা কালীন দুর্ঘটনায় মারা যান । পুলিশ ওই বাইকটি থানায় নিয়ে আসে । কিন্তু পরেরদিন সকালে বাইকটি ওখানে ছিল না । খোঁজাখুঁজির পর বাইকটি সেই দুর্ঘটনা স্থানে পাওয়া যায় । এমন ঘটনা আরও দুই থেকে তিন বার হয় । তারপর থেকেই এই বুলেট বাইক টিকে পুজা করা শুরু হয় ।
৩.উত্তরপ্রদেশের জগ্ননাথ দেবের মন্দিরঃ
উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত এই জগ্ননাথ দেবের মন্দিরের গর্ভগৃহের ছাদ বৃষ্টির ৭ দিন আগে ভিজে যায় ও বৃষ্টির প্রথমদিনে আবার শুকিয়ে যায় । বৈজ্ঞানিকরা এখনও এই রহস্যের উদঘাটন করতে পারেন নি । কে এই মন্দির বানিয়েছে তাও এখনও জানা যায় নি
৪.জ্বালামুখি মন্দিরঃ
হিমাচল প্রাদেশে অবস্থিত এই মন্দির । বলা হয় সতীর ৫১ পিঠের মধ্যে এটি একটি । এখানে সতীর জিভ পড়েছে । এখানে কোন দেবির মূর্তি নেই , আছে ৯টি আগুনের শিখা । এই শিখা কেই পুজা করা হয় । কয়েকযুগ ধরে এই শিখা জ্বলছে । সম্রাট আকবর এই মন্দিরের খোজ পেয়ে দেখতে যান , তিনি জল ঢেলে এই শিখা নিভিয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন । তিনি এই মন্দিরের রহস্যের প্রতি আকৃষ্ট হন আর এই শিখার উপরে একটি সোনার ছাতা বানিয়ে দেন , কিন্তু সাথে সাথে সেই সোনার ছাতা ফুটো হয়ে যায় । পরবর্তী কালে বিজ্ঞানীরা যখন এই ছাতাটি পরীক্ষা করেন তারা এতার মধ্যে সোনার কোন গুন খুজে পান নি ।
৫. রাজ রাজ্যেশ্বরী ত্রিপুরা সুন্দরি মন্দিরঃ
বিহারে অবস্থিত এই মন্দির ৪০০ বছর পুরনো । এই মন্দির তন্ত্রসাধনার জন্য বিখ্যাত । কিন্তু এই মন্দিরের নামে আরেকটি রহস্যময় ঘটনা শুনতে পাওয়া যায় । বলা হয় এই মন্দিরে মাঝরাতে কথা বলার আওায়াজ শুনতে পাওয়া যায় । পুরোহিতরাও এই শব্দের ব্যাপারে কিছু জানতে পারেন নি । অনেক বৈজ্ঞানিক পরীক্ষা নিরিক্ষা করেও এর কূলকিনারা করা হয় নি । লোকের মুখে শোনা যায় , এই মন্দিরে রাতের বেলা দেবিরা নিজেদের মধ্যে কথা বলে ।
ভারতের কয়েকটি রহস্যময়ি মন্দির
Reviewed by Admin Amit
on
January 17, 2018
Rating:
No comments: