ভারতের নানা প্রান্তে অনেকগুলি শক্তিপীঠ রয়েছে। এই দেবীমন্দিরগুলির প্রধান আরাধ্য়া হলেন দেবী পার্বতী। পুরাণ অনুযায়ী দেবীর শরীরের নানান জায়গা ভারতের মোট ৫১টি জায়গায় পড়েছিল।
সেই সব জায়গায় একটি করে পীঠ বা মন্দির গড়ে উঠেছে। সেখানে কোথাও দেবী, দুর্গা, কোথাও কালী, কোথাও চণ্ডী রূপে পূজিত হন। দেখে নিন, ভারতের নানা জায়গায় পাহাড়ের চূড়ায় কোন কোন জনপ্রিয় দেবী মন্দির গড়ে উঠেছে।
মনসা দেবী মন্দির
হরিদ্বারের শিবালিক পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি মা মনসার নামে উৎসর্গীকৃত। শক্তির আর এক রূপ দেবী মনসাকে ভক্তিভরে পূজা করলে সব ইচ্ছা পূর্ণ হয়। এটাই দীর্ঘদিনের বিশ্বাস।
সারদা মাতা মন্দির
মধ্যপ্রদেশে অবস্থিত এই মন্দিরটি দেবী পীঠের অন্যতম। ত্রিকূট পাহাড়ের মাথায় অবস্থিত এই মন্দিরটিতে চড়তে গেলে ১০৬৩টি সিঁড়ি ভাঙতে হয়।
চামুণ্ডেশ্বরী মন্দির
চামুণ্ডি পাহাড়ের উপরে অবস্থিত এই মন্দিরটি মহীশূরে অবস্থিত। ১২শ শতকে এই মন্দিরটি তৈরি হয় বলে জানা যায়। এখানকার দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তিটি সোনা দিয়ে তৈরি।
সপ্তশৃঙ্গ দেবী মন্দির
মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত সপ্তশৃঙ্গ দেবী মন্দিরটি। এর অর্থ যে দেবী সাতটি শৃঙ্গে অধিষ্ঠান করেন।
কনক দুর্গা মন্দির
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় অবস্থিত এই মন্দিরটিতে দেবী দুর্গা অধিষ্ঠিত। পুরাণ অনুযায়ী এই মন্দিরটির প্রতিষ্ঠাতা মহাভারতের অর্জুন।
তারা তারিণী মন্দির
ওড়িশার ব্রহ্মপুরের কুমারী পাহাড়ে অবস্থিত এই মন্দিরটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত।
বৈষ্ণোদেবী মন্দির
জম্মুর ত্রিকূট পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি ভারতের অন্যতম জনপ্রিয় মন্দির। বহু মানুষ তীর্থযাত্রায় বৈষ্ণোদেবী মন্দির দর্শনে যান।
পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের জনপ্রিয় কয়েকটি দেবী মন্দির
Reviewed by Admin Amit
on
January 07, 2018
Rating:
No comments: