সনাতন ধর্মের শাস্ত্রে কয়েকটি দ্রব্যেই ভগবান শিবকে স্নান করানো সম্ভব । কোন কোন এক একটি উপকরণ দিয়ে শিবলিঙ্গকে স্নান করালে কেমন ফল লাভ হয়।
শ্রাবণ শিবের মাস। এই মাসে বিশেষ পূজা ও উপাসনায় মহাদেবকে তুষ্ট করতে ব্যাপৃত হন সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ। শৈব ঐতিহ্য অনুসারে শ্রাবণ মাসে শিবের বিশেষ অভিষেক সম্পন্ন করা বিধেয়। ‘অভিষেক’ অর্থে বিশেষ স্নান ও পূজা। যে কোনও দ্রব্যে শিবের অভিষেক সম্পন্ন হয় না। শাস্ত্র-নির্দিষ্ট কয়েকটি দ্রব্যেই তাঁকে স্নান করানো সম্ভব, আবার শাস্ত্র এ-ও বলে যে, এক একটি দ্রব্যে শিবলিঙ্গকে স্নান করালে এক এক রকমের ফল লাভ হয়।
জেনে নেওয়া যেতে পারে, কোন দ্রব্যে শিবের অভিষেক করলে কী ফল লাভ করা যায়।
জেনে নেওয়া যেতে পারে, কোন দ্রব্যে শিবের অভিষেক করলে কী ফল লাভ করা যায়।
• জল— পরিবেশে সাম্য আসে। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়।
• জল ও কুশ— দুঃখ নাশ হয়। যন্ত্রণার ইতি ঘটে।
• দধি— গো-সম্পদ বৃদ্ধি পায়। যান-বাহন ক্রয় শুভ হয়।
• আখের রস— লক্ষ্মীলাভ হয়। গৃহস্থের শ্রীবৃদ্ধি ঘটে।
• মধু ও জল— সম্পদের ক্রমবৃদ্ধি ঘটে।
• পবিত্র তীর্থের জল— জন্মচক্র থেকে মুক্তি ও মোক্ষলাভ ঘটে।
• সুগন্ধী জল— নীরোগ শরীর লাভ হয়।
• দুধ— সন্তান লাভ ঘটে। ইচ্ছাপূরণ সম্ভব হয়।
• গঙ্গাজল— জ্বরাদি পীড়া নাশ হয়।
• মিষ্ট দুধ— জ্ঞান লাভ ঘটে। বুদ্ধির বিকাশ ঘটে।
• ঘৃত— পারিবারিক সমৃদ্ধি লাভ সম্ভব হয়।
• সরিষার তেল— শত্রুনাশ ঘটে।
• শুদ্ধ মধু— পাপ বিমোচিত হয়।
• জল ও কুশ— দুঃখ নাশ হয়। যন্ত্রণার ইতি ঘটে।
• দধি— গো-সম্পদ বৃদ্ধি পায়। যান-বাহন ক্রয় শুভ হয়।
• আখের রস— লক্ষ্মীলাভ হয়। গৃহস্থের শ্রীবৃদ্ধি ঘটে।
• মধু ও জল— সম্পদের ক্রমবৃদ্ধি ঘটে।
• পবিত্র তীর্থের জল— জন্মচক্র থেকে মুক্তি ও মোক্ষলাভ ঘটে।
• সুগন্ধী জল— নীরোগ শরীর লাভ হয়।
• দুধ— সন্তান লাভ ঘটে। ইচ্ছাপূরণ সম্ভব হয়।
• গঙ্গাজল— জ্বরাদি পীড়া নাশ হয়।
• মিষ্ট দুধ— জ্ঞান লাভ ঘটে। বুদ্ধির বিকাশ ঘটে।
• ঘৃত— পারিবারিক সমৃদ্ধি লাভ সম্ভব হয়।
• সরিষার তেল— শত্রুনাশ ঘটে।
• শুদ্ধ মধু— পাপ বিমোচিত হয়।
আরোগ্য লাভ করতে সুগন্ধী জল ঢালুন শিবলিঙ্গের উপর
Reviewed by Admin Amit
on
May 14, 2018
Rating:
No comments: