ভারতের ৮ টি জাগ্রত দেবী মন্দির: এক নজরে দেখে নিন


ভারতের কয়েকটি জাগ্রত দেবী মন্দির।   

8 most popular Durga temples across India
দক্ষিণেশ্বরের কালী মন্দির – ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দিরের মধ্যে দক্ষিণেশ্বরের কালী মন্দির অন্যতম। হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরে প্রায় প্রত্যেকদিন কয়েক হাজার ভক্তের সমাগম হয়। 
8 most popular Durga temples across India
কামাখ্যা মন্দির- অসমের নীলাচল পাহাড়ে রয়েছে এই মন্দির। এই মন্দির শাক্ততন্ত্রের প্রধান পীঠস্থান। এখানের অম্বুবাচি মেলা খুবই বিখ্যাত।
8 most popular Durga temples across India
কর্ণিমাতার মন্দির- রাজস্থানের বিকানেরে রয়েছে এই মন্দির। এই মন্দিরের খ্যাতি এখানকার মুষিককূলের জন্য। যে কারণে একে ‘ইঁদুরের মন্দির’ও বলা হয়।
8 most popular Durga temples across India
নয়না দেবীর মন্দির- হিমাচলপ্রদেশের বিলাসপুর জেলায় অবস্থিত এই মন্দির। কথিত, এটি ৫১ শক্তিপীঠের একটি। এখানে সতীর চোখ পড়েছিল বলে জানা যায়।
8 most popular Durga temples across India
দুর্গা মন্দির- বারাণসীর দুর্গা মন্দির রামনগর জেলায় অবস্থিত। এই মন্দিরে প্রচুর বাঁদর থাকে, যার জন্য এটি অন্য কারণেও দ্রষ্টব্য।
8 most popular Durga temples across India
কালীঘাট মন্দির- কথিত, এখানে সতীর আঙুল পড়েছিল। ৫১ শক্তিপীঠের মধ্যে এটি অন্যতম।
8 most popular Durga temples across India
ত্রিপুরেশ্বরী মন্দির- ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৫৫ কিমি দূরে উদয়পুরে অবস্থিত এই মন্দির। এখানে দেবীর পার্বতীরূপের পুজো করা হয়।
8 most popular Durga temples across India
বৈষ্ণো দেবীর মন্দির- এই মন্দিরটি জম্মুতে অবস্থিত। এই মন্দিরে দেবীর শিলারূপ পুজো করা হয়।
ভারতের ৮ টি জাগ্রত দেবী মন্দির: এক নজরে দেখে নিন ভারতের ৮ টি জাগ্রত দেবী মন্দির: এক নজরে দেখে নিন Reviewed by Admin Amit on July 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.