কাকে বলে‘শ্মশান বাস্তু’কোন জমি দারিদ্র নিয়ে আসে জেনে জমি কিনুন


 


জমির উপরিতলেই বলা রয়েছে আপনার ভাগ্য। না ভেবেচিন্তু জমি কিনে বাড়ি করলে ভুগতে হতে পারে।
বৈদিক বাস্তুশাস্ত্র মতে ভূমিতল এক অতি গুরুত্বপূর্ণ বিষয়। এর আগের পর্বে আমরা ১০ প্রকার ভূমিতলযুক্ত জমির বিষয়ে আলোচনা করেছিলাম। দেখার চেষ্টা করেছিলাম, সেই সব ভূমিতলযুক্ত জমির কোনটি বাস্তুসম্মত আর কোনটি নয়। বাস্তুশাস্ত্রে মোট ২৬ প্রকারের ভূমিতল আলোচিত হয়েছে। এই পর্বে আরও ৮ প্রকার জমিগুলির লক্ষণ আলোচনার ইচ্ছা রয়েছে। শুরু করছি ১১ সংখ্যক জমি দিয়ে।
১১. দীর্ঘায়ু বাস্তু— দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিকের কিছু অংশ যদি প্রচণ্ড উঁচু হয় এবং পূর্ব দিক ও উত্তর দিকের কিছুঅংশ যদি প্রচণ্ড নীচু হয়, তাহলে সেই ভূমি দীর্ঘায়ু বাস্তু। এমন জমি বংশবৃদ্ধির পক্ষে অনুকূল।
১২. পুণ্যক বাস্তু— দক্ষিণ পশ্চিম ও দক্ষিণের কিয়দংশ প্রচণ্ড উঁচু এবং উত্তর পূর্ব ও পূর্ব দিকের কিয়দংশ প্রচণ্ড নীচু হয়, তা হলে তা পুণ্যক বাস্তু। এমন বাস্তুতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ— চতুর্বর্গ ফল লাভ হয়।
১৩. অপম বাস্তু— উত্তর পশ্চিম ও পশ্চিমের কিছুটা প্রচণ্ড উঁচু এবং দক্ষিণ পূর্ব ও পূর্ব দিক কিছুটা নীচু হলে তাকে অপম বাস্তু বলে। এই বাস্তুতে শত্রুতা বৃদ্ধি ও কলহ সৃষ্টি হয়।
১৪. রোগকৃত বাস্তু— এই জমির উত্তর পশ্চিম ও উত্তর দিক উঁচু, দক্ষিণ পূর্ব ও পূর্বের কিয়দংশ নীচু। এমন জমিতে বসবাসকারীরা চিররুগ্ন হয়।
১৫. অর্গলা বাস্তু— উত্তর পূর্ব এবং উত্তর প্রচণ্ড উঁচু আর দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ ঢালু জমি। এমন জমি পূর্বজন্মের পাপ ও কুকর্মের সংশোধন ঘটায়। চরিত্র শুদ্ধ করে।
১৬. শ্মশান বাস্তু— উত্তর পূর্ব ও পূর্ব দিকে উঁচু এবং দক্ষিণ পশ্চিম ও পশ্চিমে নীচু জমি। এমন জমিতে বাস করলে বংশহানি হয়।
১৭. শেন্যক বাস্তু— এমন জমির দক্ষিণ পশ্চিম, উত্তর পশ্চিম ও উত্র পূর্ব উঁচু, কিন্তু দক্ষিণ পূর্ব নীচু। এমন জমিতে বাস করলে আয়ুনাশ হয়।
১৮. স্বমুখ বাস্তু— উত্তর পূর্ব, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব উঁচু, কিন্তু দক্ষিণ পশ্চিম ও উত্তর খুব নীচু হয় এই জমির। এই বাস্তু দারিদ্র নিয়ে আসে।
কাকে বলে‘শ্মশান বাস্তু’কোন জমি দারিদ্র নিয়ে আসে জেনে জমি কিনুন কাকে বলে‘শ্মশান বাস্তু’কোন জমি দারিদ্র নিয়ে আসে জেনে জমি কিনুন Reviewed by Admin Amit on May 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.