সমুদ্রের তলায় ৫০০০ বছর আগের বিষ্ণু মন্দির


 


হিন্দু ধর্মের ইতিহাস ১২ হাজার বছরেরও বেশি পুরনো। একটা সময় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ছাড়িয়ে কম্বোডিয়াতে বিস্তার ঘটেছিল হিন্দু ধর্মের। তৎকালীন এক বিষ্ণু মন্দিরের সন্ধান মিলেছে বালির সমুদ্রের তলায়।
ইন্দোনেশিয়ার বালির উপকূল ঘেঁষা পেমুটেরান গ্রাম। এখানেই সমুদ্রের তলায় খোঁজ মিলেছিল এক প্রাচীন বিষ্ণু মন্দিরের। পদ্মের উপর বসে থাকা বিষ্ণুর মূর্তিও পাওয়া গিয়েছে এখানে।
More than 5000 years old underwater Bishnu Temple is discovered in Indonesia
শুধু তাই নয়, ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তিও রয়েছে এখানকার জলের তলায়। সেইসঙ্গে রয়েছে এক বুদ্ধ মন্দির।
পুরো এলাকাটাকেই ঘিরে রেখেছে এক পাথরের দেওয়াল। যা দেখে মনে হতেই পারে এখানে একটা সময় বিশাল বাগানও ছিল। জলের তলায় থাকা এই বিষ্ণু এবং বুদ্ধ মন্দির দর্শন করতে ডুবরির পোশাক পরেই নামতে হয়। বর্তমানে এলাকাটিতে স্কুবা ডাইভিং চালু করা হয়েছে
পর্যটকদের জন্য। প্রতি বছরই প্রচুর সংখ্যক পর্যটক ভীড় জমাচ্ছেন সমুদ্রের তলায় এই বিষ্ণু মন্দির দেখতে।
একটা সময় ইন্দোনেশিয়া ছিল হিন্দু ধর্মে প্রভাবিত (এখনো ইন্দোনেশিয়ার বালি দ্বিপে হিন্দুরা টিকে আছে)। ফলে সেখানে প্রাচীন হিন্দু দেব-দেবীর মূর্তি বা মন্দির পাওয়া খুব একটা আশ্চর্য বিষয় নয়।
সমুদ্রের তলায় ৫০০০ বছর আগের বিষ্ণু মন্দির সমুদ্রের তলায় ৫০০০ বছর আগের বিষ্ণু মন্দির Reviewed by Admin Amit on May 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.