সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা পুরীর জগন্নাথদেবের





মহাপ্রভুর মহাস্নান। সেই উৎসবকে কেন্দ্র করে ব্যস্ততা তুঙ্গে পুরীর জগন্নাথ মন্দিরে। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। মহাস্নানের আগে অবধি রত্নবেদীতেই থাকেন প্রভু জগন্নাথ।
এ বছরের মহাস্নান পর্ব শুরু হয়েছিল বৃহস্পতিবার ভোর চারটায়। প্রথমে জগন্নাথ, তারপর বলরাম, শেষে শুভদ্রাকে পুষ্পাঞ্জলী দেবেন মন্দিরের সেবায়েতরা। তারপর তাঁদের নিয়ে যাওয়া হয় স্নানবেদীতে। সেখানে মঙ্গল আরতী ও সূর্যপুজোর পর তিনজনকে মহাস্নানের জন্য প্রস্তুত করা হয়। মন্দিরের উত্তরের দরজায় রয়েছে সোনার কুয়ো। সেই কুয়ো থেকে তোলা হয় একশো আট ঘটি জল। সেই জলেই স্নান করানো হয় জগন্নাথ, বলরাম, শুভদ্রা কে। মহাস্নান শেষ হয় সকাল দশটায়।
সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা পুরীর জগন্নাথদেবের সোনার কুয়ো থেকে তোলা ১০৮ ঘটি জলে স্নানযাত্রা পুরীর জগন্নাথদেবের Reviewed by Admin Amit on June 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.