ভারতের বাইরে রহস্যময় কয়েকটি ‘হিন্দু’ দেবস্থান


 


প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দাক্ষিণ্যে এমন কিছু বিষয় সমক্ষে উঠে আসে, যেগুলিতে ‘রহস্যময়’ আখ্যা দেওয়া ছাড়া উপায় থাকে না।
এর মধ্যে কয়েকটিকে শূন্যগর্ভ দাবি বলেও মনে হতে পারে। কিন্তু তার পরে খুঁত খুঁত করতে পারে মন।খুব কড়া হিন্দুত্ববাদীদের প্রোপাগান্ডা নয়, এ কথা ইতিহাসসিদ্ধ যে, হিন্দু সংস্কৃতি বিশ্বের একটি বিপুল অংশে বিস্তৃতি লাভ করেছিল।
‘হিন্দু’ বলতে এক্ষেত্রে প্রাক-ইসলামিক ভারতীয় সংস্কৃতির কথাই বলা হচ্ছে। বৈদিক যুগ থেকে এই সংস্কৃতির সঙ্গে বিশ্বের অন্য সভ্যতার আদান-প্রদান শুরু হয় ভাবলে ভুল হবে।
প্রাক-বৈদিক ভারতীয় সংস্কৃতি অর্থাৎ সিন্ধু সভ্যতার কালেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগ তৈরি হয় সমসাময়িক অন্য সভ্যতাগুলির। ফলে, লিঙ্গ-উপাসনা বা অন্যান্য ধর্মীয় আচার থেকে শুরু করে দেব-দেবীরাও ছড়াতে শুরু করেন বিশ্বের অন্যত্র।
বহুকাল পরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দাক্ষিণ্যে এমন কিছু বিষয় সমক্ষে উঠে আসে, যেগুলিতে ‘রহস্যময়’ আখ্যা দেওয়া ছাড়া উপায় থাকে না। এর মধ্যে কয়েকটিকে শূন্যগর্ভ দাবি বলেও মনে হতে পারে।
কিন্তু তার পরে খুঁত খুঁত করতে পারে মন। কোথাও একটা খটকা লেগে নেই তো? কিন্তু সেই সঙ্গে এটাও মন হতে পারে,কীভাবে পৌঁছল হিন্দু সংস্কৃতি এই সব জায়গায়?
১. মধ্য আমেরিকার হন্ডুরাসে ‘হোয়াইট সিটি’ নামের লুপ্ত শহর সংক্রান্ত এক কিংবদন্তি দীর্ঘকাল ধরে চালু ছিল।

গবেষক চার্লস লিন্ডবার্গ দাবি করেন, মসকুইতিতা অঞ্চলের অরণ্যে তিনি সেই শহরের সন্ধান পেয়েছেন।
কিংবদন্তি অনুসারে, এই শহরের বাসিন্দারা নাকি এক বানর দেবতার উপাসনা করত। ১৯৪০ সালে থিওডোর মোর্ডে নামে এক অভিযাত্রী লিন্ডবার্গের বর্ণনা কাজে লাগিয়ে সেই অঞ্চলে অভিযান চালান। এবং এক সুবিশাল বানর দেবতার মূর্তির সন্ধান পান। পরে হিউস্টন বিশ্ববিদ্যালয়ের একটি অনুসন্ধান-দল সেখানে যায় এবং সেই জঙ্গলের মধ্যে বেশ কিছু পিরামিড-আকৃতির মন্দির আর সেই বানর দেবের মূর্তির কথা জানায়। তাদের তোলা ছবি দেখে অনেকেই বলতে শুরু করেন এই বানর দেবতা ভারতীয় জনপ্রিয় দেবতা শ্রীহনুমান ছাড়া আর কেউ নন।
২. রাশিয়া ভোলগা অববাহিকার একটি গ্রাম থেকে প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু বিষ্ণুমূর্তি খুঁজে পান। তাঁদের মতে, মূর্তি গুলি আনুমানিক পঞ্চম থেকে দশম শতকের।
কীভাবে সেখানে ওই মূর্তিগুলি গেল, তা নিয়ে ধন্ধে পড়ে যান তাঁরা। তাহলে কি ওই অঞ্চলে ভারতীয় সভ্যতার বিকাশ ঘটেছিল?
৩. চিনের গোয়াংঝু অঞ্চলে বেশ কিছু হিন্দু মন্দিরের সন্ধান পাওয়া গিয়েছে। আজ কিন্তু সেখানে হিন্দু ধর্মবিশ্বাসী কেউ থাকেনই না। চিনে বৌদ্ধ সংস্কৃতির প্রভাবের কথা সবাই জানেন কিন্তু হিন্দু সংস্কৃতির বিষয়টা রহস্যময়।
৪. ইন্দোনেশিয়ায় ভারতীয় সংস্কৃতির বিস্তারের কাহিনি সকলেরই জানা। কিন্তু ঠিক কেমন ছিল সেই সংস্কৃতির স্বরূপ? ঠিক কী ধর্ম পালন করতেন সেকালের জাকার্তাবাসীরা? এই প্রশ্ন অমীমাংসিত থেকে গিয়েছে অনকটাই।
৫. খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র ভ্যাটিক্যান সিটির গঠনের সঙ্গে গৌরীপট্ট সম্বলিত শিবলিঙ্গের গঠনের সাদৃশ্যের কথা অনেকেই বলেন। বিষয়টা বিতর্কিত।

ভারতের বাইরে রহস্যময় কয়েকটি ‘হিন্দু’ দেবস্থান ভারতের বাইরে রহস্যময় কয়েকটি ‘হিন্দু’ দেবস্থান Reviewed by Admin Amit on July 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.