সতীদাহের জন্য বিখ্যাত বর্ধমানের কালী মন্দির!




সতীদাহ প্রথা আজ আর নেই। কিন্তু বর্ধমানে সতীর মাঠে কালী পুজো আজও জাঁকজমকের সঙ্গে হয়ে চলেছে। প্রায় হাজার বছরেরও বেশি পুরনো এই পুজো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। দামোদর তীরবর্তী বর্ধমানের তেজগঞ্জ নতুন কলোনিতে রয়েছে এই সতীর মাঠ। মাঠে গেলেই যেন গা ছমছম করা পরিবেশ। বহু প্রাচীন বট আর অশ্বথ গাছে ঘেরা এই মাঠ। এখানে একসময় সাতটি শিব মন্দির ছিল। কিন্তু এখন অস্তিত্ব রয়েছে তিনটির। তবে সেগুলিকে আঁকড়ে ধরে রেখেছে বট গাছের শিকড়। আর এই শিকড়ই যেন সেই প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এখানেই রয়েছে বহুকালের সাক্ষী সেই কালি মন্দির। সেখানেই অধিষ্ঠান দেবীর।
এককালে সতীদাহের পুণ্যস্থানের জন্য সতীর মাঠ ছিল বিখ্যাত। কথিত রয়েছে, দূর দূরান্ত থেকে সতীদাহের জন্য সদ্য মৃত স্বামীর সঙ্গে তাদের সতীসাধ্বী স্ত্রীকেও আনা হতো স্বামীর সঙ্গে সহমরণে যাওয়ার জন্য। একসময় এখানে সহমরণের উপযোগী জিনিসপত্রের বেশ কিছু দোকান ছিল। ঢাক, ঢোল, কাঁসি বাজানোর জন্য দলও মজুত থাকত। সতীকে স্বর্গে পাঠানোর সময় বাজনা বাজানোর জন্য তাদের পয়সা দিতে হতো। থাকতেন ব্রাহ্মণ। এখন সতীদাহ প্রথা না থাকলেও সেই কালি মন্দিরে পুজোর দিন জাঁকজমকের সঙ্গেই কালি পুজো হয়। প্রায় তিন হাজার মানুষের জন্য ভোগের আয়োজন করা হয়।
সতীদাহের জন্য বিখ্যাত বর্ধমানের কালী মন্দির! সতীদাহের জন্য বিখ্যাত বর্ধমানের কালী মন্দির! Reviewed by Admin Amit on March 04, 2017 Rating: 5

1 comment:

Powered by Blogger.