বাড়িতে তুলসী গাছ আছে? তাহলে এই ৬টি ভুল কখনই করবেন না


হিন্দুদের পরিবারে পূজা-পার্বন লেগেই রয়েছে৷ আর সেই পূজা পার্বনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই তুলসী পাতা৷ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হল পবিত্রতার প্রতীক৷ তুলসী পাতাকে হলি বেসিলও বলা হয়ে থাকে৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে চিহ্নিত হয়৷ কিন্তু শুধুমাত্র পূজা-পার্বনের কাজেই নয়৷ তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ এবং দীর্ঘ জীবনও লাভ করা যায়৷
এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু বিশ্বাসও৷ এর পাশাপাশিই তুলসী পাতা বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে পারে৷ এই তুলসী গাছ কিংবা তুলসীমঞ্চকে ঘিরে যেসমস্ত বিশ্বাস গড়়ে উঠেছে৷ সেগুলি হল-
১) কথিত আছে, শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দিয়ে পুজো করা একেবারেই উচিত নয়৷ আর তা করলেই শঙ্খচূড়ের মতন বর জুটবে কপালে৷ এমনটাই মনে করেন কিংবদন্তী কিছু ব্যক্তিরা৷ অর্থাৎ শিব পুজোর জন্য তুলসীপাতা একেবারেই নিষিদ্ধ৷
২) রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তোলা একেবারেই উচিত নয়৷ তবে, তা অমঙ্গলের সূচনা করে৷
৩) কখনও তুলসী পাতা শুকনো করে রাখা উচিত নয়৷ সবসময়ই জলা জায়গায় পবিত্রভাবে রাখা উচিত এই সমস্ত গাছগুলি৷ তাহলে তা পরিবারে দুর্ভাগ্য ডেকে আনে৷
৪) তুলসী গাছ যেহেতু খুবই পবিত্র একটি গাছ৷ সেই কারণে এই গাছের চারপাশে ক্যাকটাস জাতীয় গাছ রাখা উচিত নয়৷ ফুলের গাছ রাখা উচিত এই গাছের আশেপাশে৷
৫) প্রতিটি হিন্দু বাড়িতেই একটি তুলসী মঞ্চ থাকে৷ যেখানে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো একটি রীতি রয়েছে বাড়ির মা কাকিমাদের৷ তবে, এই হিন্দু রীতি ছাড়াও রয়েছে একটি বিশেষ বৈজ্ঞানিক বিষয়৷ এই তুলসী গাছ বিভিন্ন ধরণের জীবানু ধ্বংস করতে পারে৷
৬) বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর কিংবা উত্তর-পূর্বে এই তুলসীমঞ্চ রাখা উচিত।
www.kolkata24x7.com
বাড়িতে তুলসী গাছ আছে? তাহলে এই ৬টি ভুল কখনই করবেন না বাড়িতে তুলসী গাছ আছে? তাহলে এই ৬টি ভুল কখনই করবেন না Reviewed by Admin Amit on April 29, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.