হিন্দুদের পরিবারে পূজা-পার্বন লেগেই রয়েছে৷ আর সেই পূজা পার্বনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই তুলসী পাতা৷ হিন্দু ধর্মাবলম্বীদের কাছে তুলসী হল পবিত্রতার প্রতীক৷ তুলসী পাতাকে হলি বেসিলও বলা হয়ে থাকে৷ কথিত আছে, ভগবান বিষ্ণুর পুজোতে এই তুলসী পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে চিহ্নিত হয়৷ কিন্তু শুধুমাত্র পূজা-পার্বনের কাজেই নয়৷ তুলসী পাতা নিয়মিত খেলে সুস্থ এবং দীর্ঘ জীবনও লাভ করা যায়৷
এই তুলসী পাতাকে ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মনে রয়েছে বেশ কিছু বিশ্বাসও৷ এর পাশাপাশিই তুলসী পাতা বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূর করতে পারে৷ এই তুলসী গাছ কিংবা তুলসীমঞ্চকে ঘিরে যেসমস্ত বিশ্বাস গড়়ে উঠেছে৷ সেগুলি হল-
১) কথিত আছে, শিব ঠাকুরের মাথায় তুলসী পাতা দিয়ে পুজো করা একেবারেই উচিত নয়৷ আর তা করলেই শঙ্খচূড়ের মতন বর জুটবে কপালে৷ এমনটাই মনে করেন কিংবদন্তী কিছু ব্যক্তিরা৷ অর্থাৎ শিব পুজোর জন্য তুলসীপাতা একেবারেই নিষিদ্ধ৷
২) রবিবার এবং একাদশীর দিন তুলসী গাছ থেকে পাতা তোলা একেবারেই উচিত নয়৷ তবে, তা অমঙ্গলের সূচনা করে৷
৩) কখনও তুলসী পাতা শুকনো করে রাখা উচিত নয়৷ সবসময়ই জলা জায়গায় পবিত্রভাবে রাখা উচিত এই সমস্ত গাছগুলি৷ তাহলে তা পরিবারে দুর্ভাগ্য ডেকে আনে৷
৪) তুলসী গাছ যেহেতু খুবই পবিত্র একটি গাছ৷ সেই কারণে এই গাছের চারপাশে ক্যাকটাস জাতীয় গাছ রাখা উচিত নয়৷ ফুলের গাছ রাখা উচিত এই গাছের আশেপাশে৷
৫) প্রতিটি হিন্দু বাড়িতেই একটি তুলসী মঞ্চ থাকে৷ যেখানে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো একটি রীতি রয়েছে বাড়ির মা কাকিমাদের৷ তবে, এই হিন্দু রীতি ছাড়াও রয়েছে একটি বিশেষ বৈজ্ঞানিক বিষয়৷ এই তুলসী গাছ বিভিন্ন ধরণের জীবানু ধ্বংস করতে পারে৷
৬) বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির উত্তর কিংবা উত্তর-পূর্বে এই তুলসীমঞ্চ রাখা উচিত।
www.kolkata24x7.com
বাড়িতে তুলসী গাছ আছে? তাহলে এই ৬টি ভুল কখনই করবেন না
Reviewed by Admin Amit
on
April 29, 2017
Rating:
No comments: