কামাক্ষা মন্দিরকে ঘিরে রয়েছে যে সাতটি গোপন রহস্য


নীলাচল পর্বতে অবস্থিত কামাক্ষা মন্দিরের হিন্দু দেবী কামাক্ষা পূজিত হয়৷ এই মন্দিরটি হল একটি হিন্দু মন্দির৷
এই মন্দিরটি হিন্দুদের বিশেষত তন্ত্রসাধকদের কাছে একটি পবিত্র তীর্থ৷ এটি দেশের অন্যতম বিখ্যাত একটি হিন্দু মন্দির৷ এই মন্দিরটিকে ঘিরেই রয়েছে ৭টি অজানা গোপন রহস্য৷
১) এটি ভারতে অবস্থিত ৫২টি সতীপীঠের মধ্যে অন্যতম৷ ভারতের আসাম রাজ্যে অবস্থিত এই মন্দিরটি নীলাচল পর্বতে অবস্থিত৷ এটি সমুদ্রপীষ্ঠ থেকে ৮০০ফিট উপরে অবস্থিত৷ গুয়াহাটির পশ্চিমে অবস্থিত এই মন্দিরটি৷
২) কামাক্ষা মন্দিরে রয়েছে একটি গর্ভগৃহ৷ এটি আসলে একটি গুহা৷ এই মন্দিরের ভিতরেই রয়েছে একটি যোনীর আকৃতিবিশিষ্ট একটি পাথর৷ ভূর্গভ থেকে বেরিয়ে আসা জল সবসময়ই এই বিশেষ পাথরটিকে ভিজিয়ে রাখে৷
৩) এই মন্দিরের পাশে আরও বেশ কিছু দেবতা পূজিত হন৷ তারা, ভৈরবী, ভূবনেশ্বরী এবং ঘন্টাকর্ণ দেবতা পূজা হয় এখানে৷
৪) ১৬-এর দশকে এই মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল৷ এরপর ১৭-র দশকে কোচবিহারের রাজা নরনারায়ন এই মন্দিরটি আবার নতুন করে তৈরি করেছে৷
৫) মন্দিরের গায়ের অপরূপ কারুকার্য দেখলে চোখ জুড়িয়ে যাবে আপনারও৷ মন্দিরটির বাইরে গণেশ এবং অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে৷
৬) এই মন্দিরটির ভিতরে রয়েছে তিনটি মন্ডপ৷ এগুলি চলন্ত, পঞ্চরত্ন এবং নাট্যমন্দির হিসেবে খ্যাত৷ সবথেকে পশ্চিমের মন্ডপটি বড়৷
৭) কথিত আছে, কামাক্ষা দেবীর যোনীর অংশটি এই অঞ্চলে পড়েছিল৷ তারপর থেকেই এই মন্দিরটি স্থাপন করা হয়৷ সেই যোনীটিকেই পূজা করা হয় এখানে৷
কথিত আছে, কামাক্ষা মন্দিরে পূজা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়৷ শিবের স্ত্রী মোক্ষদাত্রী শক্তিই কামাক্ষা নামে পরিচিত৷
কামাক্ষা মন্দিরকে ঘিরে রয়েছে যে সাতটি গোপন রহস্য কামাক্ষা মন্দিরকে ঘিরে রয়েছে যে সাতটি গোপন রহস্য Reviewed by Admin Amit on May 25, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.