সুন্দরবন, সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ


সুন্দরবন দেশের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যা বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ এর একটি প্রধান অংশ নিয়ে গঠিত। এই বিস্তৃত ব-দ্বীপ এলাকা গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী দ্বারা গঠিত হয়। “সুন্দর বন” শব্দের অর্থ হল “এক সুন্দর অরন্য”, সুন্দরবনে অবস্থিত বিপুল সংখ্যক সুন্দরী গাছের নামানুসারে এই নামকরণ হয়েছে। পশ্চিমবঙ্গের সুন্দরবন অতুলনীয় রয়্যাল বেঙ্গল টাইগারদের মূল আবাস্থল। এর পাশে – ৪২৬২ বর্গ কিলোমিটার জুড়ে আচ্ছাদিত এই বিশাল অরণ্য ও জলাভূমি এলাকা, উদ্ভিদকুল ও প্রানিকুলের সমৃদ্ধ নিদর্শন। ঘন বন, নদীগর্ভ, জলা দ্বীপ ও বিপুল জলাভূমি সুন্দরবনকে এক রহস্যময় রোমাঞ্চকর জায়গার রূপ দেয়। এই আকর্ষনীয় অরণ্য দেখার শ্রেষ্ঠ সময় হল সেপ্টেম্বর এবং মার্চ এর মধ্যে।
চোরা শিকার ও অন্যান্য কারণে বাঘের সংখ্যা দ্রুত হ্রাস পাওয়ায় চিন্তিত হয়ে, সরকার একটি বাঘ সংরক্ষণ প্রকল্পের প্রতিপালন করছেন। সুন্দরবন বাঘ সংরক্ষন প্রকল্প ২৫৮৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এর মূল এলাকাটিকে ন্যাশনাল পার্ক হিসেবে গণ্য করা হয় এবং যাকে বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী অবস্থান বলে ঘোষণা করা হয়েছে। অন্যান্য আকর্ষণীয় এবং অাবশ্যক পরিদর্শনযোগ্য স্থানগুলি হল –
  • সজনেখালি – পক্ষী অভয়ারণ্য ও পর্যবেক্ষণ কেন্দ্রের জন্য সুপরিচিত।
  • পিয়ালী – সুন্দরবনের প্রবেশ বিন্দু।
  • কনক – বিরল অলিভ রিডলে কচ্ছপ-এর উপস্থিতির জন্য বিখ্যাত
  • হলিডে দ্বীপ – বর্তমানে দ্রুত হ্রাসপ্রাপ্ত হরিণদের আবাসস্থল।
  • নেতিধোপানি – একটি প্রত্নতাত্ত্বিক এলাকা
  • ভগতপুর কুমির প্রকল্প – মোহনাজ কুমির ও ঘারিয়ালদের প্রজজন খামার।
  • গোসাবা – স্যার ডেভিড হ্যামিলটন দ্বারা অধ্যুষিত প্রথম উপনিবেশ
সুন্দরবন, সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ সুন্দরবন, সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গ Reviewed by Admin Amit on December 08, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.