সুন্দরবনের সুন্দর দশ পাখি

পৃথিবীর সবচেয়ে বড় শ্বাসমূলীয় বন সুন্দরবন নানান জীববৈচিত্রে সমৃদ্ধ৷ এ সব জীববৈচিত্রের মধ্যে আছে বিপুল সংখ্যক পাখি, অন্ততপক্ষে ৩২০টি প্রজাতির৷ এর মধ্য থেকে বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবনের সুন্দর দশটি পাখি দেখুন ছবিঘরে৷



সুন্দরী হাঁস


মাস্কড ফিনফুট

কালোমুখ প্যারাপাখি বা সুন্দরী হাঁস৷ ইংরেজি নাম মাস্কড ফিনফুট৷ দেখতে অনেকটা পানকৌড়ির মতো এ পাখিটি স্থানীয়ভাবে ‘হাঁস পাখি’ নামেও পরিচিত৷ পাখিটি সুন্দরবন ছাড়া  অন্য কোথাও দেখা যায় না৷



মদনটাক


মদনটাক

সুন্দরবনের সবচেয়ে বড় পাখি এটি৷ ইংরেজি নাম লেসার অ্যাডজুটেন্ট৷ বেশিরভাগ সময় গাছের মগডালে দেখা গেলেও ভাটার সময় খাবারের সন্ধানে এরা নদী বা খালের চরে ঘুরে বেড়ায়৷



খয়রাপাখা মাছরাঙ্গা


মাছরাঙ্গা

খয়রাপাখা মাছরাঙ্গার ইংরেজি নাম ব্রাউন উইঙ্গড কিংফিশার৷ সুন্দরবেন দেখা বিভিন্ন প্রজাতির মাছরাঙ্গার মধ্যে এটি সবচেয়ে বেশি দেখা যায়৷ 



সিঁদুরে মৌটুসি


ক্রিমসন সানবার্ড

পাখিটির ইংরেজি নাম ক্রিমসান সানবার্ড৷ সিঁদুরের মতো লার টুকটুকে ছোট এ পাখিটি বিভিন্ন ফুলে মধু খেতে দেখা যায়৷

শঙ্খচিল

ব্রাহ্মিণী কাইট
শঙ্খিচিলের ইংরেজি নাম ব্রাহ্মিণী কাইট৷ সুন্দরবনের বিভিন্ন নদী ও খালের ওপর উড়ে উড়ে মাছ শিকার করতে দেখা যায় পাখিটিকে৷

কালোকপাল বনমালী


বনমালী
ভেলভেট ফ্রন্টেড নাটহ্যাচ, ইংরেজি নাম কালোকপাল বনমালী৷ সুন্দরবনের বিভিন্ন গাছে পোঁকামাকড় খেতে দেখা যায় ছোট এ পাখিটিকে৷


বড় বক


সাদা বক
বড় বকের ইংরেজি নাম গ্রেট এগ্রেট৷ সুন্দরবনে প্রচুর দেখা যায় সাদা ধবধবে এ পাখিটি৷

বাদামি ডানা পাপিয়া

পাপিয়া পাখি
এ পাখিটির ইংরেজি নাম চেস্টনাট উইঙ্গড কাক্কু৷ সুন্দরবনের বিভিন্ন গাছের আড়ালে দেখা যায় পাখিটি।

সবুজ ঠোঁট মালকোয়া

বন কোকিল
পাখিটির ইংরেজি নাম গ্রিন বিলড মালকোয়া৷ পাখিটি বন কোকিল নামেও পরিচিত৷

বন মোরগ

লাল বন মোরগ
লাল বন মোরগের ইংরেজি নাম জঙ্গল ফাওল৷ সুন্দরবেনর সর্বত্র দেখা যায়৷ দেখতে খুবই সুন্দর এ পাখিটির কর্কশ ডাক সকালে সুন্দরবনের নিরবতা ভাঙে।

তথ্য ও ছবি - সংগৃহীত














সুন্দরবনের সুন্দর দশ পাখি সুন্দরবনের সুন্দর দশ পাখি Reviewed by Admin Amit on January 04, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.