রাত পোহালেই মকর সংক্রান্তি


 


মকর সংক্রান্তি রবিবার। পূণ্যস্নান করবেন লাখ লাখ ভক্ত। সংক্রান্ত উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে গঙ্গাসাগর। পূণ্যার্থীদের ঢল নেমেছে সাগরে। 
এরইমধ্যে ৪ লাখের বেশি পূণ্যার্থী পৌঁছে গেছেন গঙ্গাসাগরে। দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন। নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে ৫ হাজার পুলিশ। সার্বক্ষণিক নজরদারি রাখতে গঙ্গাসাগরের বিভিন্ন পয়েন্ট বসানো হয়েছে ৫০০ সিসিটিভি ক্যামেরা। 
গঙ্গাসাগরে যে সমস্ত পূণ্যার্থী এসেছেন, তাদের যাতে কোনও সমস্যা না হয়ে সে ব্যাপারে সতর্ক রাজ্য সরকারও। ভক্তদের সুবিধার জন্য নানা ব্যবস্থা তারা রেখেছে। রবিবার আরও পূণ্যার্থী পৌঁছবেন সাগরে, এমনই আশা করছে প্রশাসন।
রাত পোহালেই মকর সংক্রান্তি রাত পোহালেই  মকর সংক্রান্তি Reviewed by Admin Amit on January 13, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.