তারাপীঠে রীতি বদল হল৷ প্রায় দেড় হাজার বছর ধরে চলে আসা এই রীতি বদলালেন মন্দিরের সেবাইতরা৷ শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে তাঁরা জানিয়েদিলেন নতুন নিয়ম বলবৎ হতে চলেছে সোমবার থেকে৷
কী এই নতুন নিয়ম? শুক্রবার সেবাইত সমিতির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তারা মাকে স্নান করানোর সুযোগ আর পাবেন না পূণ্যর্থীরা পাবেন না৷ রোজ সকালে তারা মায়ের স্নানের সময় সাধারণ পূণ্যার্থীদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হল৷ সাধারণ পূণ্যার্থীরা রবিবারের পর আর এই সুযোগ পাবেন না৷ সোমবার থেকেই নতুন নিয়ম চালু হয়ে যাবে বলে জানিয়েছেন তারাপীঠ সেবাইত সমিতির সম্পাদক তারাময় মুখোপাধ্যায়৷
রোজ সকালে তারা মাকে স্নান করানোর জন্য পূণ্যর্থীদের লম্বা লাইন সকালে৷ মাকে স্নান করানো, তাঁকে রাজবেশে সাজিয়ে পূণ্যলাভ করতে চান অনেকই৷ সেবাইতদের দাবি, গত দেড় হাজার বছর ধরে এই রীতি চলে আসছে৷ তাই সেই সুযোগ বন্ধ হতে চলায় চিন্তিত পূণ্যর্থীরা৷ ফলে প্রশ্ন উঠছে, কেন সেবাইত সমিতি এমন একটি সিদ্ধান্ত নিল৷
সেবাইত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই সিদ্ধান্তের পিছনে অনেক কারণ আছে৷ প্রথমত, পর্যটকদের অস্বাভাবিক ভিড়ের জন্য মায়ের মূর্তির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল৷ তাছাড়া পর্যটকরাও এসে নানারকম আবদার জোড়েন৷ কখনও অনেকক্ষণ থাকতে চান৷ ছবিও তুলতে চান৷ সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেবাইতদের দাবি৷
বদলে গেছে তারাপীঠের দেড় হাজার বছরের পুরনো রীতি
Reviewed by Admin Amit
on
January 14, 2018
Rating:
No comments: