কেন তিরুপতিকে এত জাগ্রত মন্দির বলে মনে করা হয়?

 


গোবিন্দ গোবিন্দ… এই ধ্বনিতেই সকাল হয় এই মন্দিরে৷ তিরুমালা বালাজি মন্দিরই তিরুপতি মন্দির নামেও খ্যাত৷
অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতির তিরুমালা শৈলশহরে অবস্থিত এটি একটি অন্যতম বিষ্ণু মন্দির৷ কথিত আছে, কলিযুগের দু:খ যন্ত্রনা থেকে মানব সমাজকে মুক্ত করার জন্যই তিরুপতিতে বেঙ্কটেশ্বর রূপে আগত হয়েছেন৷ প্রায় প্রতিদিনই লক্ষ্য লক্ষ্য ভক্তরা এই মন্দিরে আসেন৷
বিশ্বের সর্বত্র থেকে লক্ষ্য লক্ষ্য ভক্তগন আসেই এই মন্দির দর্শন করতে৷ বিশ্বের সমস্ত মানুষের মধ্যে এক অদৃশ্য ভালোবাসা পৌছে দেন এই মন্দিরের দেবতা৷ বেঙ্কটেশ্বর দেবতা পূজিত হন এই মন্দিরে৷ ‘বালাজি’, ‘গোবিন্দ’ এবং ‘শ্রীনিবাস’ নামেও পরিচিত বেঙ্কটেশ্বর দেবতা৷
তবে, এই মন্দিরের দেবতা দর্শনের জন্য বেশিক্ষণ সময় দেওয়া হয়না৷ তবে, কয়েক সেকেন্ডের জন্য এই ভগবান দর্শনের পরই মানুষ ধন্য হয়ে যায়৷ এই মন্দিরের গর্ভগৃহটির নাম আনন্দ-নিলয়ম৷ এখানেই মন্দিরের প্রধান দেবতা পূর্বমুখ করে স্থাপন করা রয়েছে৷
বেঙ্কটেশ্বর দেবতা খুবই শক্তিশালি একজন দেবতা৷ আর এই মন্দিরটি বিশ্বের অন্যতম ধনী মন্দির একটি৷ কথিত আছে, বিষ্ণু দেবতারই একজন অবতার হল বেঙ্কটেশ্বর দেবতা৷
যাকে এই মন্দিরে ভক্তি সহকারে পূজা করা হয়৷  কে শ্রেষ্ঠ দেবতা সেই নিয়ে শুরু হয়েছিল এক বিবাদ৷ সেই বিবাদের জেরেই একটি বিশেষ ঘটনায় বিষ্ণুর পত্নী লক্ষ্মী অপমানিত বোধ করেন৷
এই মন্দিরটি বিশ্বের অন্যতম ধনী মন্দির৷ পাশাপাশি এই মন্দিরটি খুবই জাগ্রত৷ এরফলে বহু ভক্তই এখানে নিজস্ব বিশ্বাসে চুল, সোনার গয়না এবং টাকা দিয়ে আসেন৷

কেন তিরুপতিকে এত জাগ্রত মন্দির বলে মনে করা হয়? কেন তিরুপতিকে এত জাগ্রত মন্দির বলে মনে করা হয়? Reviewed by Admin Amit on January 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.