শ্রীলঙ্কার রাবণেশ্বর মন্দিরে কী আছে জানেন ?


 

রামায়ণের কাহিনি সকলের মনে আছে নিশ্চয়। রাম-লক্ষ্মণের চোখের আড়ালে সীতাকে হরণ করেন রাবণ। আঁটকে রাখেন নিজের আস্তানায়। লঙ্কায়, আজকের তা শ্রীলঙ্কা।
সীতা মায়ের সন্ধানে লঙ্কায় এসে পৌঁছান বীর হনুমান। নানা প্রতিকূলতাকে পেরিয়ে অবশেষে উদ্ধার হন সীতা। অতীতের এই গল্প আজও বেঁচে রয়েছে রাবণের রাজত্বে, শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় রয়েছে রাবণেশ্বর মন্দির। যেখানে আজও জীবন্ত সেই সব দিনের কথা।
শ্রীলঙ্কায় রাবণের প্রাসাদটি আজও ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে। সেখানে রয়েছে বালির তৈরি এক বিশাল প্যালেস। দেখা মেলে সেই সময়কার নানা নজির। এই প্যালাসের আকারও বিশাল। ইতিহাসের টানে বহু মানুষ ভিড় করে এই জায়গাটিতে। শ্রীলঙ্কার অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে।

সীতা মাতাকে হরণ করে রাবণ যেখানে আঁটকে রেখে ছিলেন, আজও সেই জায়গাটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে। শুধু তাই নয়, হনুমান সীতে মা উদ্ধারের জন্য যে লঙ্কায় পাড়ি দিয়েছিলেন, তারও নজির দেখা মেলে এখানে। পাহারের গায়ে, জলাধারের পাশে আজও রয়েছে হনুমানের পায়ের ছাপ। 

সীতাকে উদ্ধার করতে হনুমান যখন নজরদারি চালাচ্ছেন বারণের উপর। এমন অবস্থায় রাবণে নজরে আসে হনুমান। তাঁকে শাস্তি দেওয়ার জন্য দুষ্ট রাবণ হনুমানের লেজে দিলেন আগুন লাগিয়ে। সেই আগুনে লঙ্কাকেই ধ্বংস করবে বলে রাবণের রাজত্বে আগুন লাগান হনুমান। সেই আগুনে পোড়া রাবণের রাজত্ব দেখে মেলে এখানে।
শ্রীলঙ্কার রাবণেশ্বর মন্দিরে কী আছে জানেন ? শ্রীলঙ্কার রাবণেশ্বর মন্দিরে কী আছে জানেন ? Reviewed by Admin Amit on January 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.