তিরুপতি মন্দিরের স্বর্ণদ্বার খুলতেই ঘটল বিপত্তি


 


তিরুমালা বেঙ্কটশ্বর মন্দির তিরুপতি মন্দির, তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত৷ বিষ্ণু দেবতাকে এখানে পুজা করা হয়৷ কথিত আছে, কলিযুগের দু:খ ও যন্ত্রনা থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য বিষ্ণু তিরুমালায় বেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন৷ কিছুদিন আগেই এই মন্দিরটি দর্শন করতে সুদূর শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী৷
তিরুমালা বেঙ্কটেশ্বর মন্দিরের প্রধান দেবতা বেঙ্কটেশ্বরের একটি মূর্তি এবং আরও বেশ কিছু ঠাকুরের মূর্তি রয়েছে মন্দিরের গর্ভগৃহে৷ স্বর্ণদ্বার দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হয়৷ বঙ্গারুবাকিলি ও গর্ভগৃহের মধ্যে আরও দুটি দরজা রয়েছে৷ তবে, তীর্থযাত্রীদের গর্ভগৃহের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়না৷ কিন্তু সম্প্রতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের জন্য খোলা হয় সেই দরজা৷ শুধু তাই নয়৷ নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট আগে খুলে দেওয়া হয় সেই দরজা৷ আর তাতেই বিপত্তি৷ চাবি ঢোকাতে গিয়ে আচমকাই তালার ভিতরে আটকে যায় চাবিটি৷ এমনকি সেটি বের করতে গেলেই ভেঙে যায় ওটি৷ পরে কাটারি নিয়ে তালাটি ভেঙে ফেলে মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরের ভিতরে প্রবেশ করে৷
সেদিন সুপ্রভাতাম সেবা দেখতেই এসেছিলেন তারা৷ দিনের শুরুতে ভগবানকে সেবার মাধ্যমেই ঘুম থেকে তোলা হয় বলে কথিত আছে৷ সারাদিনে এই একবারই দরজা খোলা হয়৷ শুধুমাত্র পুরোহিতদের জন্যই৷ কিন্তু সেদিন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আসার জন্য খুলে দেওয়া হয় দরজা৷ আর তার জেরেই ঘটে যায় বিপত্তি৷ মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা জানায়, তালাটি বেশ পুরোনো৷ সেই কারণে কোনওকারণে মরচে পড়ে গেছে তালাতে৷ তাই ভেঙে গিয়েছে৷ কিন্তু যে তালাটি রোজই খোলা হয়৷ সেটি কিভাবে হঠাৎ ভেঙে গেল?
মন্দিরের বাইরে থেকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের জন্য তিনটি দরজা রয়েছে৷ প্রথম প্রবেশদ্বারটি নাম মহাদ্বারম বা পদিকাবলি৷ দ্বিতীয় প্রবেশ দ্বার রৌপ্যদ্বার এবং সর্বশেষ দ্বারটির নাম স্বর্ণদ্বার৷
তিরুপতি মন্দিরের স্বর্ণদ্বার খুলতেই ঘটল বিপত্তি তিরুপতি মন্দিরের স্বর্ণদ্বার খুলতেই ঘটল বিপত্তি Reviewed by Admin Amit on January 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.