জন্মেছিলেন স্বাভাবিক রূপেই‚ তাহলে কী করে গণেশের দেহে এল হাতির মাথা ?

 


ভগবান গণেশের মাথা কেন হাতির ? এই নিয়ে বহু কাহিনি প্রচলিত বিভিন্ন পুরাণে। তবে সবথেকে বেশি জনপ্রিয় শিব পুরাণের কাহিনি ।
সেখানে বলা হয়েছে, একদিন নাকি কৈলাসে স্নানের প্রস্তুতি করছিলেন দেবী পার্বতী ।সে সময় তিনি দরজায় পাহারায় বসিয়ে রাখেন শিবের বিশ্বস্ত অনুচর নন্দীকে । আদেশ দেন, যেন কাউকে ভিতরে প্রবেশ করতে না দেওয়া হয় ।
নন্দী আদেশ পালন করতে পাহারায় বসলেন । এদিকে সেই সময় সেখানে হাজির স্বয়ং মহাদেব । শিবকে ঢুকতে দিতে বাধ্য হলেন বিশ্বস্ত অনুচর নন্দী ।
তাই দেখে পার্বতী পড়লেন ভাবনায় । ভাবলেন, নন্দী যেমন শিবের প্রতি বিশ্বস্ত, তেমনি তাঁর প্রতি আজ্ঞাবহ থাকবেন, এরকম কেউ কি আছে?
সে সময় স্নানে যাওয়ার আগে তাঁর সারা গায়ে হলুদবাটা মাখা ছিল । তিনি সেই হলুদ তুলে সৃষ্টি করলেন এক মূর্তির । তাতে প্রাণপ্রতিষ্ঠা করলে জন্ম হল গণেশের । 
গণেশ হল তাঁর আজ্ঞাবহ পুত্র । পার্বতী গণেশকে নির্দেশ দিলেন যাতে তাঁর স্নানের আগে-পরে কাউকে ঢুকতে না দেওয়া হয় । মায়ের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন গণেশ ।
সেই সময় দরজায় এলেন শিব । কিন্তু গণেশ তো কোনওমতেই তাঁকে ঢুকতে দেবেন না | কুপিত শিব নির্দেশ দিলেন সেই বালককে হত্যা করার । কিন্তু কেউ তাঁকে হত্যা করতে পারল না ।
শেষে এগিয়ে এলেন শিব স্বয়ং । তাঁর রোষে কাটা পড়ল গণেশের মুণ্ড । মারা গেলেন তিনি । এদিকে এই দেখে পার্বতী তো অগ্নিশর্মা । প্রচণ্ড রাগে তিনি সব সৃষ্টি ধ্বংস করে ফেলবেন বলে ঠিক করলেন ।
উপায়ান্তর না দেখে ব্রহ্মার শরণাপন্ন হলেন শিব । ব্রহ্মার কথায় থামলেন পার্বতী । বললেন, দুটো শর্তে তিনি শান্ত হবেন । এক, গণেশকে প্রাণদান করতে হবে । দুই, পৃথিবীতে সব দেবতার আগে গণেশের আগে পুজো হতে হবে। 
ততক্ষণে শিবের রাগ শান্ত হয়েছে । সব শুনে তিনি ব্রহ্মাকে বললেন, তিনি যেন সামনে যে পশুর উত্তরমুখী মাথা পাবেন, সেটাই যেন নিয়ে আসেন ।
ব্রহ্মা সেইমতো হস্তিমস্তক নিয়ে এলেন । সেটাই শিব স্থাপন করলেন গণেশের দেহে । এবং জানালেন, পৃথিবীতে গণেশ পরিচিত হবেন সিদ্ধিদাতা বলে । এবং তাঁর পুজো করা হবে সব দেবতার পুজোর আগে ।
বলা হয়, গণেশের বিশাল মাথা আসলে বুদ্ধিমত্তার প্রতীক । আর কুলোর মতো কান জ্ঞানের প্রতীক । সেইসঙ্গে বড় কান মানে বোঝায়, তিনি সব ভক্তর প্রার্থনা শোনেন।
জন্মেছিলেন স্বাভাবিক রূপেই‚ তাহলে কী করে গণেশের দেহে এল হাতির মাথা ? জন্মেছিলেন স্বাভাবিক রূপেই‚ তাহলে কী করে গণেশের দেহে এল হাতির মাথা ? Reviewed by Admin Amit on May 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.