বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পরিগণিত না হলেও তুষারলিঙ্গ অমরনাথের মহিমা একেবারেই স্বতন্ত্র। এখানে সন্নিবিষ্ট হল অমরনাথ-সংক্রান্ত ৮টি তথ্য, যা পুরাণ এবং শৈব ঐতিহ্য থেকে সংগৃহিত।
অমরনাথ গুহা।
শৈবতীর্থ হিসেবে অমরনাথকে এক বিশেষ গুরত্ব প্রদান করে হিন্দু ঐতিহ্য। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পরিগণিত না হলেও তুষারলিঙ্গ অমরনাথের মহিমা একেবারেই স্বতন্ত্র। এখানে সন্নিবিষ্ট হল অমরনাথ-সংক্রান্ত ৮টি তথ্য, যা পুরাণ এবং শৈব ঐতিহ্য থেকে সংগৃহিত।
• পুরাণ অনুসারে, শিব পার্বতীকে অমরত্ব শিক্ষা প্রদানের উদ্দেশ্যে অমরনাথ গুহাকে বেছেছিলেন।
• পহলগাম, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, সেই স্থানেশিব তাঁর ষাঁড় নন্দীকে রেখে গিয়েছিলেন। চন্দনওয়াড়িতে তিনি তাঁর শিরস্থ চন্দ্রকে রেখে যান এবং শেষনাগে তিনি তাঁর দেহে বিচরণরত সর্পকুলকে রাখেন। গণেশকে রাখেন মহাগণেশ পর্বতে। তার পরে বায়ু, অগ্নি, জল, মৃত্তিকাকে রাখেন পঞ্জতরণী নামক স্থানে। প্রায় সব নির্মোক ত্যাগ করেই তিনি পার্বতীকে নিয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন।
• যখন শিব পার্বতীকে অমরত্ব সম্পর্কে জ্ঞানদান করছিলেন, তখন সেখানে কোনও জীবিত প্রাণী ছিল না। কেবল একটি পায়রার ডিম সেখানে থেকে গিয়েছিল। কথিত আছে এই ডিম থেকে একজোড়া পায়রা জন্মায়। এবং তারা অবধারিতভাবে অমরত্ব লাভ করে। এদের নাকি আজও গুহার ভিতরে দেখা যায়।
• অমরনাথ গুহাটি আবিষ্কার করেন বুটা মালিক নামে এক মুসলমান মেষপালক। তানি এখানে এক সন্ন্যাসীর দেখা পান। সন্ন্যাসী তাঁকে একটা থলিতে কিছু কয়লা দান করেন। পরে সেই কয়লা সোনায় পরিণত হয়। বুটা সেই স্থানে ফিরে যান। কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখতে পাননি। বদলে তিনি অমরনাথ লিঙ্গ দেখাতে পান।
• অমরনাথ তুষারলিঙ্গের বৃদ্ধি চন্দ্রকলার উপরে নির্ভরশীল। শিবলিঙ্গ ছাড়াও আরও দু’টি লিঙ্গ এই গুহায় রয়েছে। এদের পার্বতী ও গণেশ মনে করা হয়।
• অমরনাথ গুহার বয়স আনুমানিক ৫০০০ বছর।
• প্রতি বছর অগণিত মানুষ অমরনাথ যাত্রা করেন। শ্রাবণে এই যাত্রা শুরু হয়।
• দু’টি পথে অমরনাথ যাত্রা সম্পন্ন হয়— পহলগাম রুট এবং এবং বালতাল রুট।
অমরনাথ তীর্থ সম্পর্কে ৮টি তথ্য, যা আপনাকে চমকিত করবে
Reviewed by Admin Amit
on
June 29, 2018
Rating:
No comments: