এই হনুমান মন্দিরেই নাকি নারীরূপে পূজিত হন শনিদেব!

 

 কষ্টভঞ্জন মন্দির৷ আহমেদাবাদ থেকে ১৫০কিলোমিটার দূরে রয়েছে এই মন্দিরটি৷ শিরোনাম পড়ে হয়তো অদ্ভুত লাগতে পারে অনেকেরই৷
বহু পুরনো এই মন্দিরের প্রধান দেবতা হনুমানজি হলেও, প্রতি শনিবার কিন্তু এখানে পুজো হয় শনিদেবের৷ সেদিনও উপচে পড়ে ভিড়৷ এই মন্দিরকে ঘিরেই রয়েছে রহস্য৷
এই কষ্টভঞ্জন মন্দিরে পুজো দিলে নাকি দুঃখকষ্ট দূর হয়, এমনই বিশ্বাস স্থানীয়দের৷ শুধু হনুমানজি নন, এই মন্দিরে যে রয়েছেন শনিদেব, তাই এ বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায়৷
তবে একটা উল্লেখযোগ্য বিষয় হল, এই মন্দিরে শনিদেবের পূজো হয় নারীরূপে৷ তবে তাঁর যে মূর্তিটি রয়েছে তা দেখে চট করে চেনা মুশকিল ইনিই শনিদেব৷
এই হনুমান মন্দিরেই নাকি নারীরূপে পূজিত হন শনিদেব! এই হনুমান মন্দিরেই নাকি নারীরূপে পূজিত হন শনিদেব! Reviewed by Admin Amit on June 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.