শ্রীকৃষ্ণের লীলা অপার৷ আর সেই লীলা দেখতেই মথুরার বৃন্দাবনে ঘটে জনসমাগম৷
কিন্তু অনেকেই জানেন না বৃন্দাবনে এমন এক স্থান রয়েছে যে স্থান নিয়ে রয়েছে প্রচলিত গল্প, যা অনেকেই সত্যি বলে মনে করেন৷ শোনা যায়, বৃন্দাবনের এই নির্দিষ্ট স্থানে প্রতি রাতে কৃষ্ণ এবং রাধা রাসলীলা চলে৷ নিধিবন নামে পরিচিত এই স্থান নিয়ে এমনই বেশ কিছু প্রচলিত কথা শোনা যায়৷
১) ভগবান শ্রীকৃষ্ণের কক্ষ প্রতি রাতে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়৷ সেখানে থাকে পান, জল এমনই আরও অনেক কিছু৷ পরের দিন সকালে যখন পণ্ডিত এই কক্ষে প্রবেশ করেন মঙ্গলারতির জন্য তখন প্রতিদিনই দেখা যায়, সুন্দর সাজানো বিছানা লণ্ডভণ্ড হয়ে থাকে, পান খাওয়া, জলের পাত্র খালি…এমনই অদ্ভুত বিষয় ঘটে থাকে যার কোনও ব্যাখ্যা কেউ দিতে পারেননি বলে জানা যায়৷
২) সন্ধ্যে হলে নিধিবনে কেউ প্রবেশ করে না৷ কারণ শোনা যায়, লুকিয়ে কেউ রাসলীলা দেখার চেষ্টা করলে নাকি সে মানসিক ভারসাম্যহীন বা পাগল হয়ে যায়৷ এমন বনের পশু পাখিও সন্ধ্যায় সেই স্থান ছেড়ে চলে যায় অন্যত্র৷
৩) রাসলীলা দেখে ফেললে পাগল বা অন্ধ হয়ে যাওয়ার ভয়ে এই স্থানের আশেপাশের ঘরবাড়ির জানলা দরজাও সন্ধেবেলাতে বন্ধ হয়ে যায়৷ কেউই সাহস করে তা খোলে না৷ স্থানীয় বাসিন্দাদের কথা অনায়ী, সন্ধে সাতটার পরে ওই বনের দিকে কেউ যায় না৷
রয়েছে এর সঙ্গে জড়িয়ে আরও বেশ কিছু কাহিনি, যা অনেকেই বিশ্বাস করেন৷ কিন্তু সবমিলিয়ে এই স্থান যে সত্যিই মায়া-রহস্যের সৃষ্টি করে তা জনসমাগম দেখলেই বোঝা যায়৷
এখানে নাকি আজও রাসলীলায় মাতেন শ্রীকৃষ্ণ, জানতেন কি?
Reviewed by Admin Amit
on
January 18, 2018
Rating:
No comments: