বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত শিব মন্দির হল পশুপতিনাথ মন্দির৷ শিব ঠাকুরকে এখানে পশুপতিনাথ নাম রূপে পূজিত হন৷ সারা বছর ধরে লক্ষ লক্ষ ভক্তরা এই মন্দিরে আসেন৷
কথিত আছে, এই মন্দিরটি খুবই জাগ্রত৷ কোনও ভক্ত যদি মন থেকে এই দেবতার কাছে কোনও প্রার্থনা করেন৷ তাহলে অবশ্যই সেই ভক্তের মনষ্কামনা পূর্ণ হয়৷ এই মন্দিরকে ঘিরেই রয়েছে বেশ কিছু অবিশ্বাস্য কাহিনী৷ যা আজও অনেকেরই অজানা৷ নেপালের রাজধানী কাঠমন্ডুর পূর্বদিকে বাগমতী নদীর তীরে পশুপতিনাথ মন্দির অবস্থিত৷
পশুপতিনাথ মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু পৌরাণিক কাহিনী৷ শিব এবং পার্বতী হিমালয়ের কোলে অবস্থিত নেপালের বাগমতী নদীর তীরে ভ্রমণ করতে এসেছিলেন৷ যেটি মৃগস্থলি নামে পরিচিত৷ নদী তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় দু’জনেই৷ এরপর হরিণের ছদ্মবেশে তাঁরা নদীর তীরে চড়ে বেরান৷
এরপরই এই স্থানটির নাম হয়ে যায় মৃগস্থলি ৷ এই মন্দিরটি কবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়ে কোনও সঠিক তথ্য জানা যায়নি৷ সোনা রূপার কারুকার্য করা রয়েছে এই মন্দির জুড়ে৷ প্রতিটি দরজাই রূপা দিয়ে মোড়া রয়েছে৷
এছাড়াও এই মন্দিরের সমস্ত দেওয়ালেই দেব দেবীর মূর্তি খোদাই করা রয়েছে৷ বেশিরভাগ মূর্তি গুলিই সোনা দিয়ে খোদাই করা৷ মূল মন্দিরে রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ৷ কথিত আছে, শিব পূজাতে ত্রুটি হওয়ার জন্য মাঝে একসময় বন্ধও হয়ে গিয়েছিল শিব পূজা৷
শিবরাত্রি পূজার দিনে এই মন্দিরে পূজা দেওয়ার জন্য প্রায় ৬ লক্ষ ভক্ত ভিড় জমান৷ দেশ এবং বিদেশ থেকে বহু ভক্তই তাদের মনষ্কামনা পূরণ করার জন্য ভিড় জমান এই মন্দিরে৷ ভোরবেলা ৩.৩০ থেকে পূজা দেওয়ার জন্য লাইন পড়ে যায় এই মন্দিরে৷
প্রায় ১.২মিলিয়ন ভক্ত আসেন এই দিনে পূজা দেওয়ার জন্য৷ শিবপূজার সময় প্রায় ১৫০জন ভারতীয় সাধু সন্ন্যাসী ভিড় জমান এই মন্দিরে৷
পশুপতিনাথ মন্দিরকে ঘিরে রয়েছে অজানা রহস্য : জানলে চমকে উঠবেন আপনি
Reviewed by Admin Amit
on
February 17, 2018
Rating:
No comments: