এই অলৌকিক হনুমান মন্দিরের সামনে এলে ট্রেন নিজে থেকেই থেমে যায় !



ভারতবর্ষ চমৎকারীর দেশ, এখানে পদে পদে চমৎকার হয়, এই চমৎকারের পেছনে থাকে কোন না কোন রহস্য। এই রকমই একটি চমৎকার মন্দির মধ্যপ্রদেশের শাজাপুরে অবস্থিত। ৬০০ বছরের পুরনো মন্দিরের পাশ দিয়ে যে ট্রেনই যায় তার গতি কম হয়ে যায়। শাজাপুর জেলার বোলাই গ্রামে শ্রী সিদ্ধবীর খেরাপতি হনুমান মন্দির দেখতে এবং দর্শনের জন্য সারা দেশ থেকে দর্শনার্থীরা আসে। হনুমান জীর মধ্যে বিরাজ করছেন ভগবান গণেশ, এই পৃথিবীর একমাত্র মন্দির।

শ্রী সিদ্ধবীর খেরাপতি হনুমান মন্দির –



শ্রী সিদ্ধবীর খেরাপতি হনুমান মন্দির রতলাম-ভোপাল railway track এর মাঝে বোলাই স্টেশনের এক কিলোমিটার দূরে অবস্থিত। পন্ডিত নারায়ন প্রসাদ উপাধ্যায় বলেন যে এই মন্দিরটি আনুমানিক ৬০০ সাল পুরনো।

হনুমান জীর বাঁ হাতে সিদ্ধবিনায়ক গনেশ বিরাজিত –




এই হনুমানজীর প্রতিমাতে বা হাতে শ্রী সিদ্ধিবিনায়ক গনেশ বিরাজিত। একই মুর্তিতে দুজন ভগবান বিরাজমান হওয়ায় এই মূর্তিটি খুবই প্রবিএ ও ফলদায়ী।

এখানে যে সমস্ত লোক আসেন তারা নিজেদের ভবিষ্যৎ ব্যাপারে আগেই জানতে পেরে যান –



কথিত আছে যে এখানে যারা যারা আসেন তারা নিজেদের ভবিষ্যৎ ব্যাপারে আগে থেকেই সতর্ক হয়ে যেতে পারে। এই মন্দিরের সাথে অনেক চমৎকার জড়িত।

আপনা আপনি ট্রেনের গতি কম হয়ে যায় –



এই মন্দিরের সব থেকে বড় চমৎকার হলো পাশ দিয়ে যাওয়া যেকোন ট্রেনের গতি আপনা আপনি কম হয়ে যায়।

কেউ চালককে ট্রেন আসতে করতে বলে –


এই মন্দিরের পুজারী বলেন যে ট্রেনের চালক তাকে বলেছেন যে মন্দির আসার আগেই হঠাৎ তার এমন অনুভব হয় যে যেন তাকে কেউ ট্রেনের গতি কমাতে বলছেন।

কিছু সময় আগে এই ঘটনা ঘটেছিল –



যদি কোন চালক এই ব্যাপারটিকে না মানে তাহলেও ট্রেনের গতি আপনা আপনি কম হয়ে যায়। কিছু সময় আগেই রেলের এই দুটি মালগাড়ি পরস্পর সংঘর্ষ হয় আর মাল গাড়ির চালকদের থেকে জানা যায় যে তারা নাকি এর আগে এই দুর্ঘটনার আভাস পেয়েছিলেন।

চালক ট্রেনের স্পীড কম করেনি তাই জন্য হয়েছিল সেই দুর্ঘটনা –



তারা বলেন যে কেউ যেন স্পীড কম করার কথা বলছে কিন্তু ওনারা সেটা গ্রাহ্য না করেই ট্রেন চালাতে থাকে আর তার কারণে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক দুর্ঘটনা ঘটে ।

শনিবার মঙ্গলবার বুধবার এখানে ভক্তদের বিশাল লাইন পড়ে –





লোকে বলে যে এই মন্দিরে যে যা মনষ্কামনা নিয়ে আসে, তাদের সবার মনস্কামনা পূরণ হয়। মঙ্গলবার ও বুধবার এখানে লম্বা লাইন পরে।
.
সংগৃহীত - beyondkolkata
এই অলৌকিক হনুমান মন্দিরের সামনে এলে ট্রেন নিজে থেকেই থেমে যায় ! এই অলৌকিক হনুমান মন্দিরের সামনে এলে ট্রেন নিজে থেকেই থেমে যায় ! Reviewed by Admin Amit on June 24, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.